বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ময়মনসিংহে আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে জমিসহ ৫৩৯টি নতুন ঘর পাচ্ছেন গৃহহীন পরিবার

রিপোর্টার / ১১৩ ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :. ময়মনসিংহ জেলায় সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে জমিসহ ৫৩৯টি নতুন ঘর পাচ্ছেন গৃহহীন পরিবারের লোকজন। এর মধ্যে সব কটি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ফলে পূর্বের ৪টির সাথে নতুন করে আরও ৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব ঘর উদ্বোধন করে উপকাভোগীদের কাছে জমির দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এদিন ময়মনসিংহের ১৩টি উপজেলায় একযোগে গৃহহীনদেরকে ঘর উপহার দেয়া হবে।
সোমবার (২০ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান জানান, ঘর ও জমি নাই এমন হতদরিদ্র মানুষকে জমিসহ নতুন ঘর তৈরি করে দিচ্ছে সরকার। এ পর্যন্ত জেলায় ২৭৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পূণর্বাসন করা হয়েছে। আগামীকাল বুধবার নতুন করে আরও ৫৩৯টি পরিবার পুনর্বাসনের আওতায় আসবে।
এ পর্যায়ে এক হাজার ৩৩৪টি পরিবারকে ঘর বরাদ্দের কথা থাকলেও ৫৩৯টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ৭৯৫টি পরিবারকে আগামী জুন মাসের মধ্যে ঘর বরাদ্দ দিয়ে অচিরেই ময়মনসিংহ জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
চতুর্থ পর্যায়ে ত্রিশাল, গৌরীপুর এবং তারাকান্দা উপজেলায় ঘর বরাদ্দের মাধ্যমে এই তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে। এর আগে ভালুকা, ফুলবাড়িয়া, নান্দাইল ও ফুলপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল।
সংবাদ সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী হাসান, আরডিসি দিলরুবা ইয়াসমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com