ময়মনসিংহে কৃষক বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২২, ২:৩৬ অপরাহ্ন / ১৮৮
ময়মনসিংহে কৃষক বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র নদের পাড়ে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক আনুষ্ঠানিক ভাবে এ বাজারের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি কৃষক বাজারে বিক্রয় করে ন্যায্য মূল্য পাবে। আর ভোক্তা তার যৌক্তিক মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউজ্জামান, কৃষি বিপনন অধিদপ্তরের উপজেলা বাজার কর্মকর্তা মোঃ জিল্লুর বারী ভ’ইয়া।