ময়মনসিংহে জোড়া খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ২:০২ অপরাহ্ন / ১৪৬
ময়মনসিংহে জোড়া খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোঃ সেলিম (৫২) কে দীর্ঘ ১৯ বছর পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার হয়েছে।
গত ০১ মার্চ ২০২৩খ্রি. তারিখ রাতে সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা জোড়া খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেলিম (৫২), পিতা- মৃত মকবুল হোসেন, সাং-তিনকোনা পুকুর পাড়া (গোয়াইল কান্দি জামতলা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর জেলখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত ০৮ অক্টোবর ২০০৩ খ্রি. সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিমসহ অন্যান্য আসামীরা তাদের প্রতিবেশী হুরমত আলী ও তার ছেলে শফিকুল ইসলামকে দিনে দূপুরে কুপিয়ে নির্মূমভাবে হত্যা করে। একসঙ্গে পিতা-পুত্রের নিহতের ঘটনায় ময়মনসিংহ জেলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় নিহত হুরমতের ভাই মোঃ আয়নাল হক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ ১৩(তেরো) জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা কোতোয়ালী থানার মামলা নং-২২, তারিখ ০৯ অক্টোবর ২০০৩খ্রি. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২ পেনাল কোড। মামলাটি তদন্তকালীন সময়ে কোতোয়ালী থানা পুলিশ আসামী সেলিমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আসামী সেলিম ০১ বছর ০৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আতœগোপনে চলে যায়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত, ময়মনসিংহ গত ১৮/০৬/২০১৭খ্রি. গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম এবং পলাতক আসামী আকবর আলী, রফিকদের বিরুদ্ধে দঃ বিঃ ৩০২/১৪৯ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত আসামী মোঃ সেলিম, আকবর এবং রফিককে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫,০০০/- টাকা জরিমানা এবং মামলার অন্যান্য আসামী আনিকা, ফজলুল হক, বাদশা, সুলতানদেরকে ৩২৩/১৪৯ ধারায় দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড এবং বাকি আসামীদের বেকসুর খালাসের রায় প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম দীর্ঘ ১৯ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।