ময়মনসিংহে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু


swadeshsangbad প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ১:৩২ অপরাহ্ন / ৩০০
ময়মনসিংহে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টারঃ “জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্য নিয়ে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন, জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, দুদক, শিক্ষা অফিস, টিআইবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৪০টি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। মেলায় বিভিন্ন তথ্য সহায়তা ছাড়াও কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, গণশুনানি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।