সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ময়মনসিংহে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার / ৮৫ ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ কর” এই শ্লোগান নিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর (শুক্রবার) বেলা ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং অধিকার এখানে, এখনই প্রকল্পের যৌথ আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড) বিশ্বনাথ কুন্ডু, সিনিয়র অফিসার (মনিটরিং) নূরুল আশেকিন, ময়মনসিংহ সদর উপজেলার কর্মসূচির অফিসার মোঃ আব্দুর রহমান, জেলা ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সরকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত গ্রামীন সংগঠন পল্লীসমাজের সদস্য, ইয়ুথ সদস্যসহ অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com