স্টাফ রিপোর্টার : “শেখ হাসিনার সরকার বার বার দরকার, মযমনসিংহের মাটি শেখ হাসিনার ঘাটি” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জননেত্রী শেখ হাসিনার আগমন এবং দেশের ব্যাপক উন্নয়ন ও সফলতা অর্জন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম এর আয়োজনে এবং নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ মহিলা আওয়ামীলীগ ও অংগ সগযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোেসন বাবুল, জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম, যুব মহিলা লীগের সাবেক আহবায়ক বিলখিস খানম পাপড়ি, সাবেক আ.লীগ নেত্রী লুৎফুর নাহার লাকি, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কৃষকলীগ কেন্দ্রিয় জাতীয় কমিটির সদস্য ফিজার তালুকদার, আজাদুর রহমান আজাদ প্রমুখ। আনন্দ মিছিল ও সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেরদৌস আলম।
আপনার মতামত লিখুন :