স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরী সহ বিভাগের সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ময়মনসিংহ বিভাগে যানজট নিরসন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য উপস্থিত ময়মনসিংহের পুলিশ সুপারকে সড়কে চাঁদাবাজদের বিরুদ্ধ সাঁড়াশি অভিযানের তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন। রেঞ্জ ডিআইজি আরো বলেন, সড়কে চাঁদাবাজির সাথে পুলিশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন আমরা কোন বদনাম নিয়ে পুলিশে চাকরি করতে চাই না।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন ত্রিশাল বাসস্ট্যান্ড মাসকান্দায় স্থানান্তরের জায়গা নির্ধারণে কাজ চলছে। ময়মনসিংহের পাটগুদাম বাসস্ট্যান্ড, দিগারকান্দা বাইপাস মোড় ও শম্ভুগঞ্জ মোড়ে তিনটি মনিটরিং কমিটি সহ মালিক-শ্রমিকদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক মোতায়েন, বিভিন্ন মোড়গুলোতে গাড়ি থামানোর সিদ্ধান্ত নেয়া হয় ।
এছাড়াও মহাসড়কের উপর বাজারগুলো উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তসহ মালিক-শ্রমিকদের সমন্বয়ে বাজার উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়া হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, এনএসআই যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিআরটিএ উপ-পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মন্তা ও মহাসচিব মোঃ মাহবুবুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাতি শংকর সাহা, সিএনজি মালিক সমিরি সভাপতি রফিকুল ইসলাম শাহীন, জেলা রিকশা মালিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট ফারামার্স আল নূর রাজীব, অটোবাইক মালিক সমিতির সভাপতি বীর মুুক্তিযোদ্ধা আঃ মজিদ ও অটো বাইক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকার প্রমূখ।
আপনার মতামত লিখুন :