ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৬


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন / ১২১
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রাজগঞ্জ সাহেব কাচারী বাজার হতে ১জন মাদক ব্যবসায়ী মোঃ সুমনকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে খাডহর এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় আসামী সিয়ামকে গ্রেফতার করেন। এসআই মোঃ সোহেল রানা, ২নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সেহড়া চামড়া গুদাম ও বাঘমারা এলাকা হতে নিয়মিত মামলার আসামী আবু বোরহান রানা, বাবুকে গ্রেফতার করা হয়। এসআই কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন খাগডহর বাজার এলাকা হতে নিয়মিত মামলার আসামী আজাদকে গ্রেফতার করা হয়। এএসআই আবুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ রবিনকে গ্রেফতার করেন। এএসআই আমিরুল ইসলাম সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী মোঃ সুমন মিয়া, মোঃ সাইদুল ইসলাম বাদলকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই মামুন, আনোয়ার হোসেন, শারমিন জাহান শাম্মী, এএসআই নূরে আলম, ছামিউল হক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৬টি সিআর এবং এসআই মনিতোষ মজুমদার ১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ শাহ নেওয়াজ পাপ্পু। সিআর গ্রেফতারী পরোয়ানায় ৭জন এ.কে.এম ফজলুল হক, আনার, আশরাফ, ফাতেমা ও মোঃ কাওসার আহাম্মেদ। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।