ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৫


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ২:৪৫ অপরাহ্ন / ১২৫
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেগুন বাড়ী বাজার হইতে মারামারি মামলার আসামী মোঃ সাজ্জাদ হোসাইন শিবলুকে গ্রেফতার করা হয়। এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে চুরখাই হতে মারামারি মামলার আসামী মোঃ গেদু মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দিঘারকান্দা বাইপাস হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ ফয়েজ উদ্দিন ও মোঃ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এসআই উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে টাউনহল মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোশারফ হোসেন কাননকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম হতে জুয়া আইনের আসামী রায়হান, মুন্না, শাকিল, চান রসুল, মোঃ আজাদ ও মোঃ মিঠুনকে গ্রেফতার করা হয়। এসআই মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ মোড় হতে মোঃ কুদ্দুস ও মিরাজ আলীকে গ্রেফতার করে।
ইহা ছাড়াও এসআই রাশেদুল ইসলাম থানা এলাকায় অভিযান করে ২টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ২জন মোঃ মিন্টু মিয়া ও আলাউদ্দিন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ওয়ারেন্ট/মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।