স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৬ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ফারুক হোসেনদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন কালিবাড়ী এলাকা হতে মারামারি মামলার আসামী নাহিয়ান জুবায়েদ ইসলাম নাওমকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন দৌলত মুন্সী রোড কৃষ্টপুর হতে মাদক মামলার আসামী মোঃ রনি ওরফে ভুট্টুকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশন, উদ্ধার করা হয়। এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন পাটগুদাম হতে অন্যান্য মামলার আসামী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এএসআই সোহেল রানা, নুরুজ্জামান, আমিরুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ২টি সিআর এবং ১জিআর বডি তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ২ জন। মোঃ হাবিবুর রহমান শেখ ও দুলন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১ জন। মোঃ জীবন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :