স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কেওয়াটখালী পূর্বপাড়া হতে মাদক মামলার আসামী মোঃ চাঁন মিয়া ওরফে কালাকে গেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই শাহজালাল এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকুয়া মাদ্রাসা কোয়াটার হতে মাদক মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিন্টু মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট ৪০০ গ্রাম গাঁজা এবং নগদ ১,৪২০/- টাকা উদ্ধার করা হয়। এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকুয়া হাবুল বেপারী মোড়স্থ হতে মাদক মামলার আসামী রবিউল ইসলাম ওরফে রবি, মোঃ হারুন অর রশিদকে গ্রেফতার করা হয়্ এবং তাহাদের নিকট হইতে ২০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এসআই ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে রমেশ সেন রোড পতিতা পাল্লী হতে মাদক মামলার আসামী শিল্পীকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে মোট ৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এসআই ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বর হতে মাদক মামলার আসামী মোঃ ফারুক আহম্মেদকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই শারমিন হাজান শাম্মী এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ হতে আসামী মোঃ কাকন মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ে ষ্টেশন এলাকা হতে চুরি মামালার আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসআই উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ মোড় হতে অন্যান্য মামলার আসামী ফরহাদ হোসেন বাবু ও মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে। ইহা ছাড়াও এএসআই সোহেল রানা অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ আনোয়ার হোসেন। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ওয়ারেন্ট/মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :