ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৪


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৩:২২ অপরাহ্ন / ২৫০
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিভিন্ন অপরাধের দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীর সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও আদালতের পরোয়ানাভুক্ত অধরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার লক্ষে কাজ করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী হিলিম উদ্দিন ওরফে হেলিম ওরফে হিলিকে গ্রেফতার করেন। এসআই শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সানকিপাড়া রেলক্রসিং এলাকা হতে চুরি মামলার আসামী মোঃ জোবায়েদ হোসেনকে গ্রেফতার করেন এবং আসামীর দেখানো মতে চোরাই মালামাল উদ্ধার করা হয়। ইহা ছাড়াও এএসআই গোলাম ফারুক, ০৩নং ফাড়ি অভিযান করিয়া ০১টি সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা এবং এএসআই হুমায়ুন অভিযান করিয়া ১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ আরহান মিয়া। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১জন মোঃ সোহাগ মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।