ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা


swadeshsangbad প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন / ১৩৪
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভ’ঁইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।