ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৩, ২:৪৩ অপরাহ্ন / ১৪৪
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২/২০২৩খ্রি. এর আওতায় (অনুর্ধ্ব-১৬) বছরের বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে মযমনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সহকারি কমিশনার ভ’মি অমিত রায়। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন। এসময় ক্রীড়া শিক্ষক মাজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক সালেহ আহম্মেদ, জেলা উপজেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী এবং ৯ম থেকে ১০ম শ্রেণী ২টি গ্রুপে একক এবং দ্বৈত খেলা অনুষ্ঠিত হয়। এতে ক গ্রুপ একক কাজিয়াকান্দা ফাজিল মাদ্রাসা চেম্পিয়ন হয় এবং মোকামিয়া উচ্চ বিদ্যালয় রানার আপ। অপর দিকে ক গ্রুপে দ্বৈত ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চেম্পিয়ন এবং মোকামিয়া উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। এছাড়া খ গ্রুপে একক ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় চেম্পিয়ন এবং মোকামিয়া উচ্চ বিদ্যালয় রানার আপ। অপর দিকে খ গ্রুপে দ্বৈত ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চেম্পিয়ন এবং ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার আপ হয়।