সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডের উপর নাটক “অভিশপ্ত আগষ্ট” মঞ্চায়ন

রিপোর্টার / ১৯৯ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:০৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ নগরীর টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মঞ্চায়ন হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগষ্ট” এর ১১২ তম মঞ্চায়ন। দেশের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পরিকল্পনা, গবেষণা ও তথ্যসংকলনে নাটকটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশ পুলিশ থিয়েটার।
“অভিশপ্ত আগষ্ট” মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। গেস্টঅব অনার উপস্থিত ছিলেন নাটকটির পরিকল্পনা, গবেষনা ও তথ্যসংকলনকারী হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে নাজিম উদ্দীন আহম্মেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ফকরুল ইমাম এমপি, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অধ্যক্ষ আনন্দ মোহন কলেজ প্রফেসর মোঃ আমান উল্লাহ, জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও সাবেক জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটক এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com