ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ২:৩১ অপরাহ্ন / ২১৫
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার : দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বর্তমান কমিটি কর্তৃক নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে ট্যাক্সেস বার এসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট সাদিক হোসেন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী সজল ইসলাম রতন এর সঞ্চালনায় সাধারণ সভায় নব-নির্বাচিত সভাপতি মোঃ রুহুল আমিন ভ’ঞা, সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সভা শেষে বর্তমান কমিটি নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়কর আইনজীবী সহ-সভাপতি মোঃ হাসান আলী খান, সৈয়দ ফেরদৌছুর রহমান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস ছালাম ভূঁঞা, অডিটর অপূর্ব লাল রায় চৌধুরী, সদস্য মোঃ ফরহাদুজ্জামান, নজরুল ইসলাম, এস.এ.এম আজিজুল হাই সোহাগ, মোঃ লুৎফর রহমান মিলন, মোঃ মনোয়ার হোসেন খান সুমন, সৈয়দা মাসয়ুদা আক্তার, মোঃ মোর্শেদুল হাসান মোর্শেদ, সুতপা পাল গোপা ও মোঃ তৌফির আহমেদ ভূঁঞা। এসময় ট্যাক্স বার এসোসিয়েশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সোমবার ট্যাক্সেস বার এসোসিয়েশন মিলনায়তনে ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।