স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন আয়োজিত নগরীর বড় কালিবাড়ি রোডস্থ সোহাগ পার্টি সেন্টারে এ আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মোঃ রুহুল আমিন ভ’ঞা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর-অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, অতিরিক্ত কর কমিশনার ড. মোঃ সামছুল আরেফিন, কর অঞ্চল ময়মনসিংহের সাবেক কর কমিশনার মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ ট্যাস্ক ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) ময়মনসিংহ বিভাগ এর সহ-সভাপতি এডভোকেট সাদিক হোসেন, বার কাউন্ষি সদস্য এডভোকেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক এড. আল হোসাইন তাজ, সাবেক সভাপতি এডভোকেট নূরুল হক, সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম মুরাদ প্রমুখ। এসময় কর কমিশনার কার্যালয়ের কর পরিদর্শী, কর্মকর্তা, কর্মচারী, আয়কর আইনজীবী ও আইনজীবী সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কর অঞ্চল ময়মনসিংহের সাবেক কর কমিশনার মোঃ ফজলুর রহমান।
আপনার মতামত লিখুন :