স্টাফ রিপোর্টার : বুধবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দির পরিদর্শনে আসেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তিনি মন্দির প্রাঙ্গণে পৌছালে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিচারপতি সকলের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি মন্দিরের শ্রী শ্রী লক্ষèী নারায়ণ মন্দির, দুর্গা মন্দির ও লাইব্রেরী ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তাঁর সাথে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদ্মাবতী দেবী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা অসীম কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সহ-সভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ী মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, স্বপন কুমার ঘোষ, বিধুভুষন সাহা, বিশ্বজিৎ চক্রবর্তী, দুর্গাবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য্য সহ দুর্গাবাড়ী ধর্মসভার সদস্যবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিচারপতি কৃষ্ণা দেবনাথ মন্দির প্রাঙ্গণে পৌছালে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :