স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)- এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম), পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, ব্যারিস্টার হারুন অর রশিদ, বিপিএম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম (বার), ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সহ মযমনসিংহ রেঞ্জ-এর আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :