শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

ময়মনসিংহ বিভাগীয় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস দ্বিতীয়পর্ব শুরু

রিপোর্টার / ৯৩ ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন

রঞ্জন মজুমদার শিবু : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব আন্ত:জেলা ময়মনসিংহ বিভাগ (১৭-২২ জানুয়ারি) শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা ও অলিম্পিক এসোসিয়েশনের পতাকা উত্তোলন, থিমসং এর মাধ্যমে বেলুর উড়িয়ে জাকজমকপূর্ণ ভাবে আনুষ্ঠানিকভাবে যুব গেমস এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের খেলোয়াড় বৃন্দ যাতে জাতীয় পর্যায়ে দক্ষতার সাথে খেলতে পারে সে লক্ষে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এত করে জাতীয় পর্যায়ে পদকের সংখ্যা বৃদ্ধি পাবে পাশাপাশি সর্বোচ্চ পদক আনতে পারবে। তাই খেলোয়াড়দের আন্তরিক ভাবে খেলাধুলায় অংশ গ্রহণ করে ময়মনসিংহ বিভাগের সমৃদ্ধি ও সন্মান নিয়ে আসতে হবে।
উদ্বোধনী দিনে ফুটবল তরুণ শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। তরুণদের অপর খেলায় শেরপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে নেত্রকোণা জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। অরদিকে ফুটবল তরুণী-তে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। তরুণীদের অপর খেলায় নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যে ০-০ গোলে খেলা সমাপ্ত হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে অর্জন করে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুওয়ান। এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মমনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা, এ্যাথলেট কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মাহাবুব আলম মাছুম ছাড়াও চার জেলার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্ব আনন্দঘন পরিবেশে ৫টি ইভেন্টে ৪ শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। তন্মেধ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ফুলবল-১৭-১৮ জানুয়ারি, এ্যাথলেটিকস-১৯ জানুয়ারি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। অপরদিকে শেরপুরে জেলা সদরে ব্যাডমিন্টন ও দাবা খেলার প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জীবনী তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গণের অগ্রগতির পেছনে শহীদ শেখ কামালের অগ্রণী ভূমিকা রয়েছে। তিনি একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ ছিলেন। তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে নেতৃত্ব দিতেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টীম প্রধান হয়ে শেখ কামাল ময়মনসিংহ স্টেডিয়ামে ক্রিকেট খেলায় অংশ নিয়ে অসাধারণ ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com