স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ৮ টায় ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে স্থাপিত প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, শীতল সরকার, সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, ফারজানা ববি কাকলী, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন অর রশীদ, সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পর্যায়ক্রমে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য এর নেতৃত্বে রেঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযুদ্ধা সংসদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী লিরা তরফদারের নেতৃত্বে জেলা পরিষদ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামালের নেতৃত্বে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বৃন্দ, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন এর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ছাড়াও সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :