সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

রংপুরে গৃহবধু ধর্ষণ মামলার পলাতক আসামী র‌্যাবের অভিযানে ময়মনসিংহ থেকে গ্রেফতার

রিপোর্টার / ১১২ ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার চাঞ্চ্যল্যকর গৃহবধু ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাতে শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে উক্ত মামলার একমাত্র আসামী মোঃ আব্দুল জলিল (২৯), পিতাঃ মৃতঃ আব্দুল কাদের, সাং-চরকালি বাড়ি (৩২ নং ওয়ার্ড), থানা-কোতোয়ালি, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ঘটনার ০৮ মাস পূর্ব থেকে ভিকটিমের সাথে আসামী মোঃ আব্দুল জলিল এর ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে, আসামী মোঃ আব্দুল জলিল ভিকটিমকে গত ০৩ অক্টোবর/২২ হতে ০৬ অক্টোবর/২২ তারিখ পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে মাহিগঞ্জ থানাধীন জনৈক মোঃ ইউসুফ আলীর ভাড়া বাসায় বসবাস কালে ৭/৮ বার ধর্ষণ করে । গত ০৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ভিকটিমের অনুপস্থিতিতে আসামী মোঃ আব্দুল জলিল ২,০৭,৫০০/= মূল্যের নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, ভিকটিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও উক্ত আসামীকে না পেয়ে তার বন্ধু মারফত জানতে পারে যে আসামী ময়মনসিংহে চলে গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী মোঃ আব্দুল জলিল এর বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) তৎসহ ৩৮০ পেনাল কোড -১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com