রবীন্দ্র- নজরুল স্মরণ উৎসব উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভা


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২২, ২:৪১ অপরাহ্ন / ২৯৬
রবীন্দ্র- নজরুল স্মরণ উৎসব উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ রবীন্দ্র-নজরুল স্মরণ উৎসব উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।  মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সহ-সভাপতি সালিম হাসান। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন। আলোচনায় বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল মাকসুদ, নজরুল গবেষক ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ড, মোঃ হাফিজুর রহমান, দুদক উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।