স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি এবং রমজান ও পবিত্র ঈদ উল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দময় রাখার লক্ষ্যে শুক্রবার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, রমজান আমাদের সিয়াম সাধনার মাস, সংযমের মাস। আমাদের পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। কোন অবস্থাতেই যেন নিত্য ব্যবহার্য পণ্যের সংকট বা পন্যমূল্য বৃদ্ধি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এছাড়া সরকারি নির্দেশনা মেনে বাজার স্থিতিশীল রাখতে হবে। অধিক মুনাফা লাভের আশায় পণ্য মজুত করে বাজারে কৃত্তিম সংকট তৈরী করে বাজার অস্থিতিশীল করে তুলবেন না। ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করবে। বাজারে কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকলে সহজে বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। আসুন সবাই মিলে সুস্থ্য ও শান্তি পূর্ন পরিবেশে সিয়ামের মাস রমজান পালন করি।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাংবাদিক নিয়ামুল কবির সজল, মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, সাংবাদিক নজরুল ইসলাম, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ, চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিধু ভূষণ সাহা রায়, মাহবুবুল আলম, ইয়াজদানি কোরাইশী কাজল সহ ময়মনসিংহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ, চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, মাংস সহ বিভিন্ন খাদ্যপণ্যের ব্যবসায়ী সমিতি, অটোবাইক ও অটোরিকশা মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম সিআইপি বলেন, রোজায় বাজোরে কৃত্রিম সংকট বা দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া বা মানুষকে ঠকানোর কোন কার্যক্রম করা যাবে না। বৈশ্বিক মহামারী করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্য কিছুটা বেশী এর পরেও আমাদের রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, রমজান মাসে ময়মনসিংহের অতিতের সুনাম বজায় রাখতে হবে। ভেজাল পণ্য বাজারে বিক্রি বা ওজন কম দেওয়া পরিহার করতে হবে এব এর দায়িত্ব নিতে হবে সকল ব্যবসায়ী সংগঠনকে। যানজট নিরসনে পুলিশ বিভাগ সহ অন্যান্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, রমজানে মানুষের চলাচলে যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন না ঘটালে জানযট নিরসন সম্ভব নয়। আগে নিজেদের সংশোধন হতে হবে। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। তিনি গাড়ির মালিকদের বলেন, আসন্ন ঈদ উপলক্ষ্যে গাড়ীর ভাড়া বৃদ্ধি করবেন না। তিনি রমজান উপলক্ষ্যে তার প্রতিটি গাড়িতে ইফতারের সময় যাত্রিদের জন্য পানি এবং খেজুর দেয়ার কথা বলেন।
আপনার মতামত লিখুন :