রয়েল টি স্টোর এর স্বত্বাধিকারী এডভোকেট অশোক কুমার সরকার পরলোকে


swadeshsangbad প্রকাশের সময় : জুলাই ২, ২০২৩, ২:২৪ অপরাহ্ন / ১৪০
রয়েল টি স্টোর এর স্বত্বাধিকারী এডভোকেট অশোক কুমার সরকার পরলোকে

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজারস্থ রয়েল টি স্টোর এর স্বত্বাধিকারী এডভোকেট অশোক কুমার সরকার (৭২) আজ রবিবার (০২ জুন) বিকেল পাঁচটা ৩০ মিনিটে ভারত থেকে আসার পথে বেনাপোল প্যাসিপিক বাস কাউন্টারে ময়মনসিংহ আসার জন্য অপেক্ষারত অবস্থায় স্ট্রোক করে পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু, তস্য আতœানস্য সদগতি ভবঃ)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেনাপোল থেকে মরদেহ ময়মনসিংহে আনার প্রস্তুতি চলছে।
তাঁর মৃত্যুতে দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, প্রকাশক মোঃ গোলাম রসুল তালুকদারসহ পত্রিকার সকল স্টাফ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।