স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কমলাকান্দায় পূর্বপরিকল্পিতভাবে স্কুল ছাত্রী গনধর্ষণের ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব -১৪, ময়মনসিংহ। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ জানুয়ারি সকালে নেত্রকোনা জেলার সদর থানাধীন বটতলা মোড় এলাকা হতে আসামী লিমন মিয়া ওরফে বাব্বাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষেতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোনা জেলার কমলাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর/২২ খারনৈ এলাকায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভিকটিম তার খালার বাড়িতে বেড়াতে যায়। পরদিন ২৯ ডিসেম্বর/২২ রাতে ভিকটিম ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পর পুকুরে হাত-মুখ ধুতে গেলে একই এলাকার লিমন মিয়া ওরফে বাব্বা (২০) ও রুবেল মিয়া (২২) তাকে জোর করে তুলে নিয়ে পাশে আব্দুল আলীর ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে ভিকটিম চিৎকার শুরু করলে শাহ আলম মিয়া (৩২) এগিয়ে যায় এবং তিনিও পরে দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারীদের বিরুদ্ধে ভিকটিমের বোন বাদী হয়ে গত ১১ জানুয়ারী ২০২৩ইং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করে।
আপনার মতামত লিখুন :