র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ২:০১ অপরাহ্ন / ১৭৯
র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকা হতে ৩৪.৪০০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দূপুরে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ মজনু শেখ (৫০). পিতা- শামছুল হুদা, মাতা-কমলা বেগম, সাং- তললী, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাহার হেফাজত হতে ৩৪.৪০০ কেজি কথিত মাদকদ্রব্য শুকনা গাঁজা এবং ১টি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী মজনু শেখ এবং তার ছেলে মিনহাজ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করিয়া যুবসমাজকে ধ্বংস করিয়া আসিতেছে। এ-ব্যাপারে র‌্যাব কর্তৃক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী মজনু এবং তার ছেলে (পলাতক) মিনহাজদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার পাগলা থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।