র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী রিপন গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন / ১৮১
র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী রিপন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকা হতে একটি বিদেশী পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী কিরিজ রিপনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে আসামী- মোঃ রিয়াজুল ইসলাম রিপন ওরফে কিরিজ রিপন (২৮), পিতা-আব্দুর রশিদ, গ্রাম-বড়ইগাঁও, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করে। উল্লেখিত ধৃত আসামী অস্ত্র নিজ হেফাজতে রাখার ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।
প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপসহ মাদক ক্রয়বিক্রয় করে আসছিল। এ সকল অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।