স্টাফ রিপোর্টার : “মঙ্গল আলোয় দুর হোক অমঙ্গলের সকল আঁধার” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে শুভ দীপাবলী উপলক্ষে দুর্গাবাড়ী মন্দিরে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভার) আয়োজনে প্রদীপ প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধায় দুর্গাবাড়ী নাট মন্দিরে প্রদীপ প্রজ্জলন করে শুভ দীপাবলীর শুভ সূচনা করেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভার) সভাপতি প্রফেসর বিমল কান্তি দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর সাহার সঞ্চালনায প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট প্রনব কুমার সাহা রায়, নাগরিক আন্দোলন সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, ফাদার বাইওলেন চাম্বুগং, ফাদার নর্বাট গমেজ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ ভক্তবৃন্দ প্রদীপ প্রজ্জলনে অংশ গ্রহণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অঞ্জনা সরকার, সুকান্ত সরকার, জয়িতা বণিক, সিথি সরকার, মৌমিতা দেবনাথ, মিথিলা দেবনাথ, সুপ্রভা সাহা, আয়ুশী ভৌমিক। যন্ত্রানুষঙ্গে বিজয় সরকার, শান্তুনু সাহা, অনিরুদ্ধ শুভ। সংগীত পরিচালনায় আশিক সরকার।
আপনার মতামত লিখুন :