শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

শেখ হাসিনা সরকার কৃষিকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন- এমপি তুহিন

রিপোর্টার / ১৬৩ ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:২৮ অপরাহ্ন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষিকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। করোনায় দেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হওয়ার পরও কৃষিতে সরকারের অর্থ ব্যয় এক টাকাও কমেনি। সার সহ সকল কৃষি উপকরনে সরকার এখনও ভূর্তকি দিয়ে যাচ্ছেন। কারণ সরকার মনে করেন দেশের চালিকা শক্তি হল কৃষি ও কৃষক। তিনি গত শুক্রবার (১১ নভেম্বর) কৃষকদের মাঝে তৈল ফসল (বিনা সরিষা-৯) এর বীজ বিতরণ ও মতবিনিময় সভায় উপজেলার জাহাঙ্গীরপুর সীডষ্টোর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, দেশে ব্যুজ্য সয়াবিন তেলের আমদানি কমাতে দেশে প্রচুর পরিমান সরিষা তেল উৎপাদনের জন্যে সকল কৃষক ভাই বোনদেরকে আমন ধান কেটে সরিষা চাষ করার আহবান জানান। তিনি আরও বলেন, প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে- প্রধানমন্ত্রীর এনিদের্শনাকে বাস্তবায়ন করতে হবে। ময়মনসিংহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ ও মতবিনিময় সভায় গেষ্ঠ অব অনার হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) ড. মো. রফিকুল ইসলাম, তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (বিনা অংগ) এর অর্থায়নে ও নান্দাইল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ হাসান, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু ও উলামা লীগ নেতা মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com