টাঙ্গাইল প্রতিনিধি : “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের এলেঙ্গায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার এলেঙ্গা হাইওয়ে থানার আয়োজনে এলেঙ্গা বাসস্ট্যন্ড এলাকায় অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
আলোচনায় বক্তব্য রাখেন এলেঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ সামাদ, ট্রাক সমিতির সভাপতি মোঃ হান্নান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ খোরশেদ হোসেন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, অটো, টেম্পো, সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ট্রাক মালিক সমিতির কোষাদক্ষ মোঃ হারুন প্রমুখ।
আলোচক বৃন্দ বলেন, এলেঙ্গায় কোন বাস ট্রাক সিএনজির স্ট্যান্ড না থাকায় রাস্তায় পার্কিং করার ফলে যানজটের সৃষ্টি হয়। এজন্য তারা বাস ট্রাক ও সিএনজির স্ট্যান্ড নির্মাণের দাবী জানান। আলোচক বৃন্দ হাইওয়ে পুলিশের ভ’য়সী প্রশংসা করে আরো বলেন, হাইওয়ে পুলিশের তৎপরতায় মহাসড়কে ছিনতাই ডাকাতির মত ঘটনা বহুলাংশে কমে গেছে।
প্রধান অতিথি সীমা রানী সরকার বলেন, আপনাদের দাবী অত্যন্ত যৌক্তিক। ২৬টি জেলার প্রবেশদ্বার এই এলেঙ্গা খুবই গুরুত্বপূর্ন স্থান। এখানে ট্রাক, বাস ও সিএনজি স্ট্যান্ড থাকা খুবই জরুরী, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি বাস ট্রাক সিএনজি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা সড়ক ও পরিবহন আইন ও বিধি মোতাবেক গাড়ী চালাবেন। ফিটনেস বিহীন গাড়ী রাস্তায় নামাবেন না। যেখানে সেখানে যাত্রী উঠা নামা করবেন না। দ্রুত গতিতে ড্রাইভ করবেন না। হাইড্রলিক হরণ ব্যবহার করবেন না। তবেই সকলের যাত্রা শুভ হবে।
আপনার মতামত লিখুন :