স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় কর্পোরেশনের দপ্তরের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, প্যানেল মেয়র-০৩ সামীমা আক্তার, কাউন্সিলর সেলিনা আক্তার, মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :