স্টাফ রিপোর্টার ঃ ১১৪টি মুঠোফোন চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়া মুঠোফোন, বিকাশ বা নগদের মাধ্যমে ভুল যায়গায় চলে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগিদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে আবারো উদাহরণ সৃষ্টি করলো ময়মনসিংহের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল এপিবিএন-২।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এপিবিএন এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান অধিনায়ক মো. কুতুব উদ্দিন। এপিবিএনের সাইবার ক্রাইম সেল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ১১৪ টি মুঠোফোন, বিকাশ ও নগদের মাধ্যমে ভুল জায়গায় যাওয়া প্রায় ২ লাখ টাকা ও হ্যাক হওয়া তিনটি ফেসবুক আইডি ও পেজ উদ্ধার করার কথা জানানো হয়। এসময় উপস্থিত ভুক্তভোগীদের কাছে মুঠোফোন ও উদ্ধার হওয়া টাকা হস্তান্তর করা হয়। দেশের নানান প্রান্ত থেকে ভুক্তভোগীরা এসে তাদের মোবাইল নিয়ে যান।
এপিবিএন-২ জানায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা নিয়ে এই ইউনিট কাজ করলেও দেশের বিভিন্ন স্থান থেকে ফেসবুক পেজের মাধ্যমে জিডির কপি পাঠিয়ে মানুষ তার হারানো ফোন ও টাকা উদ্ধার করে দেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪৩৭ টি মুঠোফোন ও প্রায় ৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এপিবিএন-২ এর সাইবার ক্রাইম সেল গঠন হওয়ার পর থেকে গত দুই বছরে চলতি বছরের মে মাস পর্যন্ত এক হাজার ৫শ মুঠোফোন ও প্রায় ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের আরসিন আবেগে কেঁদে ফেলেন। এসময় তিনি বলেন, ১ বছর আগে বাস থেকে নামার সময় ১ লাখ ৮৪ হাজার টাকার মূল্যের মোবাইল হারিয়ে গিয়েছিল। সেই মোবাইল তিনি ফিরে পেলেন। গত ডিসেম্বরে বাস থেকে নামার সময় ছিনতাই হয়। তিনি আবার মোবাইল ফিরে পাবেন, ভাবতেই পারেননি। অনেকে বিকাশের টাকাও ফেরত পেয়েছেন।
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার মাহমুদা বলেন ৬ মাস আগে তার মোবাইল চুরি হয়। এর দাম ছিল ২৫ হাজার। মোবাইল ফিরে পেয়ে তিনি অনেক খুশী বলেন জানালেন।
গোপালগঞ্জের সাইফুল ইসলাম বলেন, তার ৭৪ হাজার ৫২০ টাকা ভুলে চট্টগ্রামের এক নাম্বারে চলে গিয়েছিল। সেই টাকা তিনি ফেরত না পেয়ে এপিবিএন’এর দ্বারস্থ হন। সেই টাকা অবশেষে ফেরত পেলেন।
হ্যাক হওয়া ফেইসবুক পেইজ এ ফেরত পেয়েছেন কেউ কেউ। তেমনই একজন ময়মনসিংহ নগরীর সৌরভ সরকার। তিনি বলেন এ বছরের মার্চ মাসে তার পেজটি হ্যাক হয়। এপিবিএন’কে জানানোর ১ ঘন্টার মাঝে তিনি পেইজ ফেরত পান।
মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: কুতুব উদ্দিন বলেন, মোবাইল চুরি বা হারানোর পর ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার টীম কাজ করে। সাইবার ক্রাইম সেল গঠন হওয়ার পর থেকে ইতোমধ্যে ১৫০০ টির মতো মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আমরা জনগণের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, মোবাইল বিষয়ে ক্ষতিগ্রস্থরা যেন এখানে যোগাযোগ করেন। তারা সব সময় ভুক্তভোগিদের সেবা দিতে প্রস্তুত আছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ ধরসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :