হালুয়াঘাটে আটো চালকের গলাকাটা লাশ উদ্ধার


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ২:২৭ অপরাহ্ন / ৬৫১
হালুয়াঘাটে আটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

জোটন চন্দ্র ঘোষ : ময়মনসিংহের হালুয়াঘাটে এক আটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ । বৃহস্পতিবার(৩০মার্চ) সকালে উপজেলার বড়দাসপাড়া পাথারিয়া খাল থেকে যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করা হয় । নিহত আটোচালক উপজেলার পশ্চিম বালিচাঁন্দা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে বাদশা মিয়া(২৮) । তথ্যটি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান । এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ শাহীনুজ্জামান খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার পূর্বক ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মৃত বাদশা মিয়া সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আটোচালাতো । ধারণা করছি আটোর জন্য হত্যার ঘটনা ঘটতে পারে। আরো তদন্ত করে বিস্তারিত জানাযাবে ।