স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা শাখা’র সাবেক সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৫ সদসের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য নির্বাচিত হয়েছে। সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখা স্মারক নং-১৬.০০.০০০০.০২৭.১১.০০১.২৩-২২ তাং-২৩ ফেব্র“য়ারী ২০২৩ ইং মূলে এক প্রজ্ঞাপনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২০১৮ এর ৫নং ধারা অনুযায়ী সরকার ২৫ সদসের এই ট্রাস্টি বোর্ড পূনর্গঠন করলেন। পূনর্গঠিত এই ট্রাস্টি বোর্ডে ময়মনসিংহ জেলা হতে নির্বাচিত ২ জন সদস্যের একজন উত্তম চক্রবর্তী রকেট। অপরজন ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত। বিগত ২৩/০২/২৩ ইং তারিখে পুনর্গঠিত ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত এই ট্রাস্টি বোর্ডের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ১৭/০২/২০২৩ ইং তারিখে এই ট্রাস্টের অনুমোদন করেন।
আপনার মতামত লিখুন :