রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৭ দফা দাবীতে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার ঃ / ৩১ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২০ অপরাহ্ন

“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে ২০১৮ সালের জাতীয় নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সকাল-সন্ধ্যা গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য ও জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়। ঐক্য পরিষদ জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণ ও পবিত্র রঞ্জন রায়ের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। প্রতিশ্রুতি সমুহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্প্রতি পত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন সহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগরের সভাপতি এড. প্রশান্ত কুমার দাস চন্দন, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক হিরেন্দ্র রায়, কার্যকরি সদস্য কৃষিবিদ অসিত কুমার মজুমদার, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অরন্য ই চিরান, ফুলপুর উপজেলা সভাপতি শ্রী পরিতোষ দত্ত, তারাকান্দা উপজেলার সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, শ্রী জিার্তিময় সাহা, দিলীপ সরকার, দুলাল পন্ডিত সহ জেলা উপজেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচির শুরুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এসে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com