সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

হুমায়ূনের জন্মদিনে পাখির জন্য হুমায়ুন ভক্তদের ভালোবাসা

রিপোর্টার / ১২৭ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ॥
হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে পাখির নিরাপদ আবাসের লক্ষে গাছে শতাধিক হাড়ি-কলস ঝুলিয়ে পাখির বাসা তৈরী করে দিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তরা। রবিবার (১৩ নভেম্বর) লেখকের ৭৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে কেককাটা, দোয়া, আলোচনা সভা ও পাখির বাসা তৈরীর কর্মসূচি পালন করা হয়।
ইউএনও হাসান মারুফ গৌরীপুর সুরেশ কৈরী সড়কের গাছে গাছে হাড়ি-কলস ঝুলিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারভিযান চালায় ভক্তরা। এর আগে প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিন কেককাটা, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইউএনও হাসান মারুফ বলেন, গাছ-পালা ও বন-জঙ্গল উজাড় হওয়ায় পাখির কিচিরমিচির শব্দ আগের মতো শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্রের অংশ। পরিবেশে পাখি বেঁেচ থাকা জরুরি। তেমনি পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এসব রক্ষায় জনগনকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, মোস্তাকিম প্রাইভেট হসপিটালের পরিচালক ডা. আমান উল্লাহ, প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com