১০ দফা দাবীতে ময়মনসিংহে নাগরীক আন্দোলনের মানববন্ধন


swadeshsangbad প্রকাশের সময় : জুন ২৪, ২০২৩, ২:১৩ অপরাহ্ন / ১৪৫
১০ দফা দাবীতে ময়মনসিংহে নাগরীক আন্দোলনের মানববন্ধন

স্টাফ রপোর্টার : ময়মনসিংহে বাসাবাড়িতে তিতাসগ্যাসের সংযোগ পূণরায় চালুসহ ১০ দফা দাবিতে “বুক টান করে” দাঁড়িনোর কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটি ও আবাসিক গ্যাস গ্রাহক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। শনিবার (২৪ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. এ. এইচ. এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে এবং এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, এড. এমদাদুল হক মিল্লাত, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইঁয়া , সাবেক অধ্যক্ষ ডা. শাহাবুদ্দিন, বুলবুল আহমেদ, শংকর সাহা, শহীদুর রহমান শহীদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান লিটন, আফতাব উদ্দিন, মোজাম্মেল হক, অধ্যক্ষ নুরজাহান, আলী হাসান খান, রমজান আলী খন্দকার, জাহাঙ্গীর আকন্দ, খোরশেদ আলম, আবু তাহের মিজবা প্রমুখ। এ সময় নাগরিক দাবিতে নারী-পুরুষসহ সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। বাসাবাড়িতে বন্ধ থাকা আবাসিক তিতাসগ্যাস সংযোগ পূণরায় চালু করতে হবে। ব্রহ্মপুত্র নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে। ময়মনসিংহ মহানগরকে যানজট মুক্ত করতে হবে। ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন করতে হবে। ৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে হবে। অনতিবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু করতে হবে। শহরের মাঝখানের রেললাইনের উপর ফ্লাইওভার ব্রীজ করে বর্তমান রেললাইনের স্থানে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহরে সড়ক নির্মাণ করতে হবে। শহরের একমাত্র বিষফোঁড়া ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর করতে হবে। শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ করতে হবে।