বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

রিপোর্টার / ২২৫ ভিউ
আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক জাতি এক প্রাণ, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। মানবাধিকারের সংগ্রাম চলছেই চলবে এই শ্লোগানে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ৭ দফা দাবি বাস্তবায়নে সকাল সন্ধা গণঅনসন কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলা শাখা। শনিবার (২২ অক্টোবর) সকালে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা সাধারণ সম্পাদক ডাঃ সুজিত বর্মন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, সদর উপজেলা সভাপতি গৌতম পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, জাসদ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, শ্রী প্রদীপ চক্রবর্তী, শ্রী অজিত বনিক, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, নিরঞ্জন দেবনাথ, লিটন দাস, শ্রী বিশ্বনাথ মজুমদার, অধ্যাপিকা লিলা রায়, রিপন দাস, দিলীপ সরকার, অমিত সরকার প্রমুখ বক্তব্য রাখেন। গণঅনশন কর্মসূচিতে জেলা, উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ গণঅনশনে অংশ গ্রহণ করেন।
৭ দফা দাবী গুলো হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের পৃর্থক ভূমি কমিশন গঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com