৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ২:২৯ অপরাহ্ন / ১১৬
৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মসিক মেয়র

স্টাফ রিপোর্টার : রবিবার (৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ২৬ নং ওয়ার্ডের দুইটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সড়ক দুটির মোট দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- মধ্য বাড়েরা রহমান সাহেবের বাড়ি থেকে মাদিনের দোকান পর্যন্ত ২৬০০ মিটার আরসিসি সড়ক এবং বড় বাড়ি থেকে ফুলবাড়িয়া বাইপাস পর্যন্ত ৪৩৭ মিটার বিসি ও আরসিসি সড়ক।

উদ্বোধনকালে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাপ: গতকাল রবিবার বিকেলে নগরীর ২৬ নং ওয়ার্ডে দুইটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।