আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু একাডেমিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন / ১৪৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু একাডেমিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহের আয়োজনে জেলা শিশু একাডেমি কার্যালয়ে ২টি গ্রুপে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান। বিচারকের দায়িত্বে ছিলেন, প্রভাষক আনন্দ মোহন কলেজ আশিকুল হক, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক তাছাদ্দুক হোসেন, আমজাদ হোসেন দোলন। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ভাষা আন্দোলন ও একুশের চেতনা।