রঞ্জন মজুমদার শিবু : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রথম বারের মত জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকালে মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি বলেন, জাতির পিতার নামে এই ফুটবল টুর্নামেন্ট সরকার অনুষ্ঠিত করেছে। যে জাতির পিতা আমাদের দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন, সার্বভোমত্ব দিয়েছেন, আমাদের সংবিধান দিয়েছেন তাঁর নামে আজকের এই টুর্নামেন্ট আমরা গর্বিত যেখানে কলেজ পর্যায়ের ছাত্ররা অংশ গ্রহণ করার সুযোগ পাচ্ছে আমরাও এখানে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের যুব সমাজকে একটি উন্নত, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ দেয়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আপনাদের যে পদযাত্রা তা শুভ হউক। আজকের যুব সমাজ যদি সঠিকভাবে কাজ করতে পারে সঠিক রাস্তায় থাকে তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আপনার প্রত্যেকেই ২০৪১ সালের সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে কাজ করতে হবে। জঙ্গিবাদ, মাদক সন্ত্রাস, বাল্যববাহ থেকে দুরে থাকতে হবে। এবিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনারা সর্বতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে এজেন্ডা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভ’ঞা, জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। খেলা পরিচালনা করেন লাল মিয়া। প্রাক্তন শিক্ষক আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১৬ টি দল অংশ গ্রহণ করছে। সমাপনী অনুষ্ঠান হবে ১৯ জুন। উদ্বোধনী টুর্নামেন্টে ৪টি খেলা অনুষ্ঠিত হয়্ এর মধ্যে শহীদ স্মৃতি সরকারী কলেজ মুক্তাগাছা ২-০ গোলে ডি.কে.জি.এস ইউনাইটেড কলেজ, সদর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। অপর দিকে ভালুকা সরকারী ডিগ্রি কলেজ ট্রাইবেকারে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয়ও কলেজ গৌরীপুর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। ময়মনসিংহ কমার্স কলেজ ৫-০ গোলে হালুয়াঘাট শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজকে পরাজিত করে জয়লাভ করে। নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজ ১-০ গোলে গফরগাঁও সরকারী কলেজকে পরাজিত করে জয়লাভ করে।
আপনার মতামত লিখুন :