জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ সারাদেশের ন্যায় ময়মনসিংহে অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ১:২৫ অপরাহ্ন /
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ সারাদেশের ন্যায় ময়মনসিংহে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সারাদেশের সাথে একই সময়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আওতাধীন বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে জানিয়ে তিনি বলেন, দেশের সকল উন্নয়নের ক্ষেত্রে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। সামাজিক নিরাপত্তার চাদরে আমরা দেশকে ঢেকে দিতে চাই। তিনি আরও বলেন, কোটার বিলুপ্ত করা এবং মেধার বিকাশ ঘটাতে হবে। সকলের সহযোগিতায় আমরা তা বাস্তবায়ন করতে চাই। তাহলোই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মানবসম্পদ ও উন্নয়ন মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভ’ইয়া, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনী সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিবাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদের আতœার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।