স্টাফ রিপোর্টার ঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় বালিকা ঈশ্বরগঞ্জ উপজেলা নান্দাইল উপজেলােকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে নান্দাইল উপজেলা। অপরদিকে বালক সিটি কর্পোরেশন দল গৌরীপুর উপজেলাকে ট্রাইবেকারে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে গৌরীপুর উপজেলা।
টুর্নামেন্টে (বালিকা) সর্বোচ্চ গোলদাতা পূজা রানী, ঈশ্বরগঞ্জ উপজেলা। ফাইনাল ম্যাচ সেরা শরীফা, ঈশ্বরগঞ্জ উপজেলা। টুর্নামেন্ট সেরা তুলনা, ভালুকা উপজেলা। (বালক) সর্বোচ্চ গোলদাতা স্বাধীন, গৌরীপুর উপজেলা। ফাইনাল ম্যাচ সেরা সাব্বির হাসান, সিটি কর্পোরেশন। টুর্নামেন্ট সেরা রাফি, সিটি কর্পোরেশন।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল ইসলাম, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, রতন আকন্দ, মাহবুবুর রহমানসহ প্রশসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক, ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ মোট ১৪টি বালক এবং বালিকা দল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :