নিজস্ব প্রতিবেদক: গত ১২ জুলাই ২০২৪ খ্রি. সন্ধ্যায় নগরীর টাউন হলস্থ ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে ময়মনসিংহের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার সংলাপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । একযুগে পদার্পণ উপলক্ষে সংগঠনটি এই আয়োজন করেছে। থিয়েটার সংলাপ ময়মনসিংহের সভাপতি সুবীর দত্তের স্বাগত বক্তব্য রাখেন, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আজাদ জাহান শামীম, নাট্যজন এড. এম, এ কাশেম, নাট্যকার সুজয় বসাক, নাট্য সংগঠক শরীফ মাহফুজুল হক আপেল, বিশিষ্ট অভিনেতা হেদায়েতুল হক টিংকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর বাসার ভাষাণী, অভিনেতা উত্তম কুমার জয়, নৃত্য প্রশিক্ষক সাজু আহমেদ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে চর্যা হাসান, আবৃত্তি ওয়ালা আবৃত্তি চর্চা কেন্দ্র’র প্রশিক্ষক আমজাদ শ্রাবণ, আলিফ হাসান স্বাধীন। সঙ্গীত পরিবেশন করেন থিয়েটার সংলাপ সদস্য সুরাইয়া আক্তার কাকলী, সঙ্গীতাঞ্জলি শিল্প শিক্ষাঙ্গন এর প্রশিক্ষক বাসুদেব সাহা সৌরভ ও তার টিম। নাটক পরিবেশন করেন অনসাম্বল থিয়েটার, রঙধনু থিয়েটার । সিরাজৌদ্দলা যাত্রার অংশবিশেষ পরিবেশন করেন সুবীর দত্ত । অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান রুবেল ও আমজাদ শ্রাবণ । নেপথ্যে সার্বিক সহযোগিতা করেন থিয়েটার সংলাপের সহ সভাপতি চিত্তরঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক পি,সি লিটন, সদস্য জয়ন্ত চক্রবর্তী, নির্মল বসাক। সাউন্ড, লাইট ও মিউজিক এ ছিলেন যথাক্রমে সামী, আজাদ প্রমুখ ।
আপনার মতামত লিখুন :