ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় জুয়ার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার গোয়াতলা ইউনিয়নের মধ্যবাজার থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশ। পুলিশ জানায় গোয়াতলা বাজারে সুমনের দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছে। এই সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) জালাল উদ্দিনের নেতৃত্বে দোকান ঘেরাও করে জুয়ারিদেরকে আটক করে। গ্রেফতার কৃতরা হলেন আবুল কালাম(৬০), শামীম(৪০), খোকন(৪০) শামীম মিয়া(৪২),লিটন (২৫),মোমেন মিয়(৪০),জামাল উদ্দিন, শরিফ আহম্মেদ(৪০)। এব্যাপারে ওসি(তদন্ত) জালাল উদ্দিন বলেন, আটক জুয়ারিদের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :