নান্দাইলে কলেজ ছাত্র বাপ্পির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৩, ৩:৩২ অপরাহ্ন / ৩৭১৩
নান্দাইলে কলেজ ছাত্র বাপ্পির হত্যাকারিদের দ্রুত  গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহ- কিশোরগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ করে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের সামনে বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) সন্ত্রাসী হামলায় নিহত নওশাদ হাসান বাপ্পির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী। কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাসষ্ট্যান্ড শহীদ মিনার হয়ে পুনরায় কলেজ গেইট এর সামনে এসে মিছিলটি শেষ হয়। নিহত নওশাদ আহমেদ বাপ্পি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের সরকার বাড়ির মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছোট ছেলে। বাপ্পি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। মানববন্ধনের সময় তারা বলেন, বাপ্পিকে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়। মৃত্যুর ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত হত্যাকারিদের ধরা হয় নাই। যদি হত্যাকারিদের কে ধরে দ্রুত বিচারের আওতায় না আনে তবে আমরা পুনরায় সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করবো। তবে পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। নিহত বাপ্পির চাচা বলেন, আমার ভাই এর পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। আমি প্রশাসনকে জোড় দাবি জানাচ্ছি দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।’ উল্লেখ্য, গতকাল ৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নান্দাইল নতুন বাজার সংলগ্ন শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজে ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ-মাহফিলে মাইক ও লাইটিংয়ের দায়িত্ব পান বাপ্পির চাচার শহীদ মাইক সার্ভিস। বাপ্পি সন্ধ্যার দিকে চাচার সঙ্গে ওয়াজ মাহফিলে লাইটিংয়ের কাজ করছিল। মাহফিল চলাকালীন সময়ে রাত পোনে নয়টার সময় দুর্বৃত্তরা ওয়াজ মাহফিল থেকে বাপ্পিকে ডেকে নিয়ে কলেজের শহীদ মিনারের পাশে অমানবিক ভাবে মারধর করে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মারাত্মক ভাবে আহত হয় বাপ্পি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, এখনো অভিযোগ পাইনি। তবে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত তাকে গ্রেফতার করতে সক্ষম হব।