“পারায়ন” প্রকল্পটির কর্মকান্ড সমূহ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে-অতিরিক্ত জেলা প্রশাসক


swadesh sangbad প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন /
“পারায়ন” প্রকল্পটির কর্মকান্ড সমূহ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে-অতিরিক্ত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : নাগরিকতা এনগেজমেন্ট ফান্ড সিইএফ পারায়ণ ইনক্লুসিভনেস প্রজেক্ট এর আওতায় ময়মনসিংহ জেলায় অংশীদারদের নিয়ে ইনডাকশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে জেলা পরিষদ হল রুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, জিও, এনজিও সকলের সহযোগিতায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা এগিয়েছি কিন্তু সামগ্রীক জায়গায় আমরা পিছিয়ে আছি। তিনি আরো বলেন, নারীর সমতা, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ বিষয় গুলো সমাজ থেকে হ্রাস করার জন্য “পারায়ন”প্রকল্পটির কর্মকান্ড সমূহ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভ’মিকা পালন করবে। ময়মসিংহে কোথায়, কখন কতজন নারী নির্যাতিত হচ্ছে সেটার ডাটা সঠিক ভাবে তৈরি করতে হবে। এছাড়াও তিনি প্রতিশ্রুতি প্রদান করেন যে ময়মনসিংহ জেলা প্রশাসকের যায়গা থেকে সার্বিকভাবে এই প্রকল্পটি সাফল্যের সাথে অর্জন করার জন্য সহযোগিতা করবেন এবং সমন্বিত ভাবে কাজ করবেন। তিনি আরও বলেন, আমাদের নেয়া বিভিন্ন কর্মসূচি শুধু সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের কথাগুলো মাঠ লেভেলে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌছে দিতে হবে। যুগের তালে তালে আমাদের রেসিওর পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। অপরাজেয় বাংলাদেশ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তিনি বলেন, আইনী সহায়তা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, যৌনকর্মীদের অধিকার, মানবাধিকার নিশ্চিত, নারী উন্নয়ন নীতিমালা-২০১১ নিয়ে সকল সংস্থা সম্মিলিত ভাবে কাজ করতে হবে। পারায়ন প্রকল্পের কর্মকান্ড সুষ্ঠভাবে পরিচালিত করার জন্য উপস্থিত সকল সংস্থা সিবিও ও সরকারী কর্মকর্তাদের একসাথে কাজ করার জন্য আহবান করেন। সমাজসেবা অফিস থেকে সব রকমের সহযোগীতা করবেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিসেস ওয়াহিদ বানু স্বপ্না। তিনি বলেন, সবাইকে নিয়ে কাজ করাই হলো পরায়ণ। এই সংস্থাটি দীর্ঘ ৩০ বৎসর যাবৎ শিশু ইয়ুথ ও নারীদের তথা সুবিধা বঞ্চিত, অসহায় ও পশ্চাৎপদ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবদান রেখে আসছে। আমরা সকলের মাঝে আলো ছড়িয়ে দিতে চাই। “পারায়ন”প্রকল্পের অর্থায়নে আছে Embassy of Switzerland in Bangladesh Swiss Development Cooperation (SDC) and Global Affairs Canada (GAC).
পরায়ণ প্রজেক্ট এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্টের টিম লিডার উম্মে কাওসার সুমনা। এসময় পারায়ন প্রজেক্টর এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদ, সমাজকর্মী ফাহমিদা আক্তার খানম, ফিল্ড অফিসার মকবুল হোসাইন, ফিল্ড অফিসার আফিয়া আক্তার ও কাউন্সিলর কাম ট্রেইনার রোজিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রকল্পের উদ্দেশ্য হলো অসহায় ও সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত ইয়ুথ, নারী ও পশ্চাৎপদ জনগোষ্ঠিকে তাদের অধিকার বিশেষভাবে নারীদের/ ইয়ুথদের অধিকার সম্পর্কে সচেতন করা। যাতে করে তারা সচেতন ভাবে তাদের অধিকার সমূহ ব্যক্তিগত পর্যায়ে, পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে র্চ্চা করতে পারে। নারী অধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার বা নারী-পুরুষের সমতা সমাজে প্রতিষ্ঠিত হয়। এই প্রকল্পের মাধ্যমে আরও পাচঁটি নারী অধিকার ও নেতৃত্বদানে কর্মরত এনজিও – ৬টি বিভাগের ৬টি জেলা, ২৭টি উপজেলা, ৮৪টি ইউনিয়নে কাজ করবে। আরও ২৫টি সিবিও এবং ইয়ুথ লেডসংস্থা(২৫) এর সাথে সম্পৃক্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সরকারের সাথে উপযুক্ত ভাবে সমন্বয় ও সম্পৃক্ততার মাধ্যমে কাজ করা হবে। এখানে নারী মুক্তি সঙ্গী গঠনের মাধ্যমে বৃহৎ পরিসরে নারীর নেতৃত্বকে বিকাশ ঘটানো হবে। একটি বেইজলাইন ও এন্ডলাইনসার্ভে, নারীদের অবৈতনিক বা অপ্রতিষ্ঠানিক কাজে নিয়োজিত সম্পাদিত একটি গবেষণা পরিচালিত হবে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ রিভিউ করে পর্যলোচনার মাধ্যমে সরকারের কাছে সুপারিশ গুলো তুলে ধরা হবে বা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে। এই কাজে এলাকা ও জাতীয় পর্যায়ের মিডিয়া (প্রিন্ট, কমিউনিটি রেডিও, টেলিভিশন) যথোপযুক্ত ভাবে সম্পৃক্ত করে এই কর্মকান্ডের সাথে যুক্ত করাও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও, সিবিও, ইয়ুথ সংস্থা, আইনজীবি, সরকারী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্থানীয়জনগন এবং বিভিন্ন স্থরের মিডিয়া ব্যক্তিত্ব। সবাই উপরোক্ত আলোচনা পর্বে এই প্রকল্পের সব্বোর্চ্চ সফলতা কামনা করেন। সবাই অংশীজন হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।