রঞ্জন মজুমদার শিবু : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান/২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগষ্ট) সকালে নগরীর মদন বাবু রোডস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ময়মনসিংহ এর আয়োজনে এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুারো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বাস্তবায়নে এ আলোচনা সভা ও সন্মাননা প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। তিনি বলেন, আপনাদের মেধা দিয়ে পরিশ্রম করে প্রবাস থেকে যে অর্থ উপার্যন করে দেশে নিয়ে আসেন তারাই হলো রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের কষ্টে উপর্যিত এই অর্থ বৈধ পথে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। এর ফলে যেমন আপনার পাঠানো অর্থ নিরাপদ থাকবে এবং আপনার যে কোন বিপদে সরকার আপনার পাশে থাকবে। তিনি আরও বলেন, আপনাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করে তেমনি আপনার পরিবারেও স্বাচ্ছন্দ ফিরে আসে। তাই বিদেশ যাবার আগে প্রশিক্ষণ নিয়ে, ভাষা শিখে বৈধ পথে বিদেশ যাবেন। তাহলে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। খারপ সঙ্গ ত্যাগ করে পরিবারের বন্ধন ধরে রাখবেন। আসুন যার যার অবস্থান থেকে সবাই দায়িত্বশীল হই এবং দেশটাকে সুন্দর করি।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন সহকার
এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ শাহিনুর ইসলাম, প্রবাসী কল্যাণ সেন্টার সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী, টিটিসি ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মান্নান সরকার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। আরো বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের এসপিও মারুফা সুলতানা, টিটিসি ইন্সট্রাক্টর নাজমুন নাহার মুন্নি, রেমিটেন্স যোদ্ধা আবু রায়হান রাজিব, রাবেয়া খাতুন। এসময় প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেমিটেন্স যোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা ২ জন ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামি ব্যাংকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।
আপনার মতামত লিখুন :