মো. আব্দুস ছাত্তার : ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পাওয়ানোর কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে এক নারী প্রতারক আটক করে পুলিশে সোপর্দ করেছে ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিস। গতকাল রবিবার বেলা ৩.৩০ মিনিটের দিকে ফুলবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিস ঐ নারীকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করে। এ ঘটনায় সমাজ অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ উমর ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া (ভাটিপাড়া) গ্রামের আবু হানিফার স্ত্রী মোছাঃ ইতি আক্তার (৪০) একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১৫ জন রোগির স্বজনের কাছ থেকে সমাজ অফিসের আর্থিক সুবিধা পাওয়ানোর কথা বলে ৩-৭হাজার টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করে। রবিবার একই এলাকায় একই কায়দায় প্রতারণা করতে গেলে স্থানীয় ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন কে অবহিত করে এলাকাবাসী। সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাজহারুল ইসলাম মাঠকর্মী শামছুল হক সহ ৫ সদস্যের একটি টিম কুশমাইল এলাকায় যায়। সেখানে অভিযোগের সততা পাওয়ায় প্রতারক নারীসহ অভিযোগকারীরা উপজেলা সমাজসেবা অফিসে আসে। অভিযোগেরকারীদের ভাষ্যমতে ১৫জনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা গ্রহণ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়। সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ উমর ফারুক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত নারী নিজের মুখে টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং সুযোগ পেলে দুই দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিবেন বলে জানান।
স্থানীয় ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন বলেন, আজকে টাকা নেওয়ার জন্য তার এলাকায় গেলে স্থানীয় একজন তাকে ফোন দিয়ে জানালে তিনি সমাজসেবার মাঠকর্মীকে অবহিত করেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল হক বলেন, ইতি নামের এই মহিলাকে ইতিপূর্বেও আটক করা হয়েছিল ঐ সময় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে আমাদের খবর দেয়। সে নিজ মুখে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, একজন নারী প্রতারক পুলিশ হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :